বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে বিক্রম কুমার দোরাইস্বামীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
দোরাইস্বামী বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি শিগগিরই তার নতুন পদে যোগ দেবেন বলে বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে।
রীভা গাঙ্গুলি দাশের জায়গায় আসতে যাচ্ছেন দোরাইস্বামী।
রীভা গাঙ্গুলি তার দায়িত্ব নিয়ে গত বছরের মার্চে ঢাকায় আসেন। তিনি অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা ছেড়ে যেতে পারেন। সূত্র: ইউএনবি