রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো, লাল মিয়া (২৯), মো. জাকির হোসেন (৩৫), মো. ইসমাইল (৫৮) ও মো. মাহবুব আলম (২৬)।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানীর বংশাল থানার ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের সামনে কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা ইয়াবা ট্যাবলেট রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। সূত্র: বাসস