অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ৭ পুলিশের আবারো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (সোমবার) বিকেলে, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ আদেশ দেন।
সিনহা হত্যার ঘটনায় প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের ফের জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
শুনানি শেষে ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্যের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি