অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের চতুর্থ দফায় আরো একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ (সোমবার) দুপুরে, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। তৃতীয় দফায় রিমান্ড শেষে প্রদীপকে আদালতে হাজির করা হয়।
এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে তৃতীয় দফা রিমান্ড শেষে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, মামলার তৃতীয় আসামি নন্দদুলাল রক্ষিত। এদিকে, ঘুষ না দেয়ায় দুই ভাই ও এক ভাগিনাকে ক্রসফায়ারে হত্যা করার অভিযোগে, প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি