২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটির আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
খালেদা জিয়াকে মামলার একমাত্র আসামি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
আজাদ জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে মূল ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে এ আবেদন করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি