ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ঘাগুটিয়া-মিনারকোট পদ্মবিল সেজেছে অপরূপ সাজে। দুর থেকে মনে হয় যেন কেউ ফুলের বিছানা পেতে রেখেছে। রাতের আঁধার কেটে সূর্য উকি দেয়ার সাথে সাথেই হেসে উঠে পদ্ম। সাদা-গোলাপী রংয়ের মিশ্রণে পাপড়ি মেলে জানান দেয় নিজের সৌন্দর্যের। পাখির কিচির-মিচির সেই সৌন্দর্য্যের মাত্রা আরো বাড়িয়ে তোলে।
প্রত্যন্ত অঞ্চল হলেও এই পদ্মবিল দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমীরা ছুঁটে আসেন। ডিঙ্গি নৌকায় চড়ে পুরো বিল ঘুরে পদ্মফুলের সৌন্দর্য দিয়ে নিজেদের মনকে প্রশান্ত করেন তারা। তবে, বিল সংরক্ষণে স্থানীয়রা যথাসাধ্য চেষ্টা করলেও অনেক দর্শনার্থী বিলের সৌন্দর্য উপভোগ করতে এসে ফুল ছিঁড়ে ফেলে। তাই বিলের সৌন্দর্য রক্ষার্থে ফুল না ছিঁড়তে তাদের প্রতি অনুরোধ জানান তারা।
এদিকে, পদ্ম বিলের প্রাকৃতিক সৌন্দর্য যাতে দর্শনার্থীরা নিরিবিলি এবং নির্বিঘ্নে উপভোগ করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন ।
এদিকে, ব্রান্ডিং কার্যক্রমের মাধ্যমে সারা দেশে বিলটির সৌন্দর্য্য তুলে ধরার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান ।
আখাউড়ার এই বিলটি আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পুরো পাঁচ মাস পদ্মফুলে রঙ্গিন থাকে। যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তবে এ পদ্মবিলটিকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন স্পট, এমনটাই প্রত্যাশা সকলের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি