দিনাজপুরের হিলিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা, খুলনা, রাজশাহীগামী সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়ে বলে জানিয়েছে লালমনিরহাট রেল কন্ট্রোল রুম।
রেল কন্ট্রোল থেকে আরও জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) মো. নাসির উদ্দিন বলেন, ট্রেনটি উদ্ধার করার জন্য পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। তাছাড়া উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখী সবগুলো ট্রেন ছেড়ে এসেছে সুতরাং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে উত্তরাঞ্চলের যেসব ট্রেন যাচ্ছে সেগুলো উত্তরাঞ্চলে যাওয়ার আগেই লাইন ক্লিয়ার হয়ে যাবে বলে আমরা আশা করছি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি