করোনা মহামারির এ সময়ে সব দেশেরই জাতিসংঘকে প্রয়োজন। একই সাথে ভূ-রাজনৈতিক বিরোধের কারণে জাতিসংঘ যেন দুর্বল হয়ে না পড়ে, সেজন্য বিশ্ব নেতাদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৫তম অধিবেশনের সূচনায়, ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
বলেন, সবাই এক সাথে কাজ করলে, সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। এ সময় বহুপক্ষীয় সম্পর্কের ওপরও জোর দেন, প্রধানমন্ত্রী।
করোনা পরিস্থিতির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার কথা উল্লেখ করে তিনি বলেন, মহামারিসহ বর্তমান সময়ের নানা সংকট ভিশন ২০৩০ অর্জনকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। এছাড়া এই মহামারি আন্তর্জাতিক পরিমণ্ডলের সংকট সামনে এনেছে। একই সঙ্গে এই মহামারি দেখিয়েছে যে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অন্য যে কোনও সময়ের চেয়ে এই মুহূর্তে জাতিসংঘকে বেশি প্রয়োজন। প্রমাণ হয়েছে বহুপাক্ষিকতাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।
শেখ হাসিনা তার ভাষণে বলেন, ইতিহাসে নানা সময় মানব সভ্যতার পথ পরিবর্তনের মুহূর্ত হিসেবে এসেছে। জাতিসংঘের ৭৫ বছরপূর্তি সেই রকম আরেকটি মূহূর্ত হিসেবে উপস্থিত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি