স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গাড়িচালক ও পথচারীদের উদ্দেশ্যে বলেছেন, একবার আইন মেনে দেখুন, যানজট থেকে মুক্তির পাশাপাশি সড়কে স্বস্থি ফিরে আসবে।
দুপুরে ট্রাফিক শৃঙ্খলা সচেতনতা পক্ষ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বলেন, ছয় মাস আগেও মানুষ হেলমেট ব্যবহার করতেন না। জনগন সচেতন হয়েছে ফলে এই অবস্থার পরিবর্তন হয়েছে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিশুরা যেসব দাবি রেখেছিল, সেগুলো মাথায় রেখে আবার ট্রাফিক পক্ষ শুরু করা হয়েছে। রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৭টি চেকপোস্টের মাধ্যমে ট্রাফিক সদস্যরা ট্রাফিক সচেতনতায় কাজ করবে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি