বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক পূর্বের ৬২.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পদক্ষেপ জানাতে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এসময় মন্ত্রী বলেন, বাজারে চালের দাম উর্ধ্বমুখী। বাজার স্থিতিশীল করতে ২৫ শতাংশ শুল্কে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে সাড়ে ৬২ শতাংশ শুল্ক হার ছিলো।
এছাড়া, বেসরকারিভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য যত চাল প্রয়োজন তা আমদানি করা হবে। প্রয়োজন শেষ হলে তা বন্ধ করে দেয়া হবে।