আসন্ন ৫৬টি পৌরসভা নির্বাচন সামনে রেখে ৪র্থ দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে।
আজ শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩৯টি ফরম বিক্রি হয়েছে। প্রথম তিনদিনে ১৭৪টি ফরম বিক্রি হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
তবে, মনোনয়ন প্রত্যাশীদের অবশ্যই জেলা, উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত রেজুলেশন নিয়ে আসতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ফরম সংগ্রহ করতে হবে।
করোনার কারণে প্রার্থীদের লোক সমাগম না করে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে ফরম সংগ্রহে আসতে নির্দেশনা দেয়া হয়েছে। প্রার্থী নিজে না এসেও একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন।
আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে।