সরকার একটানা ক্ষমতায় থাকায় জনগণ ধারাবাহিক উন্নয়নের সুফল পাচ্ছে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৯৬ সালে সরকার গঠনের পর মুক্তিযোদ্ধা, বৃদ্ধ ও স্বামী পরিত্যাক্তা মানুষদের সহায়তার কাজ আওয়ামী লীগই প্রথম শুরু করে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন উপকারভোগীদের ভাতা মোবাইলফোনে পৌঁছে দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতির পিতার জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের কোনও মানুষ ঘর ছাড়া থাকবে না এবং কারও ঘর অন্ধকার থাকবে না, এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানান, সরকার প্রধান। বস্তিবাসীদের উন্নয়নেও কাজ করার কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোঁটাবার জন্য কাজ করে গেছেন। জাতির পিতার সে শিক্ষাকে পুঁজি করেই অসহায় মানুষের জন্য কাজ করছি, জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের সেবক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে তিনি মোবাইলের মাধ্যমে ভাতাভোগীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।