সারা দেশে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত কোথাও প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, নকলমুক্ত পরীক্ষা আয়োজনে তীক্ষ্ম গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে। তাই কোনোভাবে প্রশ্নফাঁস করা সম্ভব নয়।
শনিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। প্রশ্নফাঁসকারী চক্র রেহাই পাবে না। এসময় এসএসসি পরীক্ষার্থীদের হল পরিদর্শনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নিউজ ডেস্ক / বিজয় টিভি