রাজধানীসহ সারা দেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সর্বমোট দুই লাখ চার হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন পুরুষ ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী রয়েছেন। এছাড়া ৮৬ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সর্বমোট টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। বৃহস্পতিবারে টিকা গ্রহণকারীর মধ্যে ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন টিকা নেন।