দেশের প্রতিটি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের একটি সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামফলক উম্মোচনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারাসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।