নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে হামলা ও ভাঙচুর মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ চার হেফাজত নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
এর আগে রোববার (১১ এপ্রিল) রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- প্রধান আসামি হেফাজত নেতা মাওলানা ইকবাল, হেফাজত নেতা শাজাহান শিবলী, হাফেজ মোয়াজ্জেম হোসেন, হাফেজ মাওলানা মহিউদ্দিন খান।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী তিনি বলেন, ‘সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ চার জনকে রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর আসামি।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতারদের মধ্যে মাওলানা ইকবাল ও মহিউদ্দিন হেফাজতের অন্যতম শীর্ষ নেতা।’ গ্রেফতার চার জনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা