চলতি বোরো মৌসুমে কেজি প্রতি ৪০ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং কেজি প্রতি ২৭ টাকা দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী বুধবার (২৮ এপ্রিল) থেকে চাল এবং ৭ মে থেকে এ খাদ্যশস্য সংগ্রহ শুরু হবে।
সোমবার (২৬ এপ্রিল) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্য দিতেই এবার সিদ্ধ চালে কেজি প্রতি ৪ টাকা, আতপ চালে কেজি প্রতি ৩ টাকা এবং ধানের ক্ষেত্রে কেজি প্রতি ১ টাকা বাড়ানো হয়েছে।’
ধান চাল সংগ্রহে গত বছরের পরিস্থিতি এবার হবে না এমন আশা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেছেন, ‘কৃষকদের জন্যই এবার মূল্য বাড়ানো হয়েছে।’