বাংলাদেশ ছাত্রলীগ কারো ব্যক্তিগত সংগঠন না, এই সংগঠনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শুক্রবার (২৫ জুন) সাভারের তালবাগ এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ছাত্রলীগে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজদের জায়গা নেই। কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায়, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।