ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৯ জুন) এক শোক বার্তায় মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (২৮ জুন) রাতে ম্যারিল্যান্ডে ইকবাল আহমেদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৯৪ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হিসেবে অবসর নিয়েছিলেন তিনি। পরে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে ইকবাল আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন ইকবাল বাহার চৌধুরী।