ফেনীর মাদাসা ছাত্রী নূসরাত জাহান রাফির হত্যাকান্ডের বিচারের দাবীতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।
সকালে নরসিংদীর রায়পুরার মহেষপুর ইউনিয়নের ছাত্রসমাজের উদ্যোগে আলগী বাজারের সদর রোডে এ মাববন্ধন হয় । ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এদিকে, নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গাইবান্ধায় জাতীয় সমাজতান্ত্রিকদল মানববন্ধন করেছে। পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা গোলাম মারুফ মনাসহ অন্যরা। এছাড়া, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি