চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে পদ্মা-মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ৫০লক্ষ মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকাসহ ১৫ অসাধু জেলেকে আটক করা হয়। মঙ্গলবার নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা। এ ঘটনায় নৌ পুলিশ দুটি মামলা ও মতলব উত্তর থানা পুলিশ একটি মামলা দায়ের করে আটক অসাধু জেলেদের বিরুদ্ধে । এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলামসহ নৌ পুলিশ কর্মকর্তারা।
আটককৃত জেলেদেরকে যাচাই-বাছাই করে ১১ জেলেকে কোর্টে প্রেরণ করে নৌ থানা পুলিশ ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। স্বপ্ন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, অসাধু জেলেদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে আমরা ছাড় দেয়া হবে না।