ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১১০ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে মোট ১৩ জনের মৃত্যু হয় ।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮৪৬ টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে আরটি পিসিআর টেস্ট ৬৪ এবং এন্টিজেন টেস্ট ৪৬ মোট ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে।জেলায় আক্রান্তের হার ১২ দশমিক ৬৯ শতাংশ।