বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে রয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।
হারুন-উর রশিদ বলেন, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার উপলক্ষে টানা দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী (৬ মে) শনিবার সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।