বগুড়ার নামুজায় আব্দুর রাজ্জাক নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাতে সদরের নামুজা ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে আতিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে তার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে দুর্বত্তরা তাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।