নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানান, মহিষ ভাঙ্গা গ্রামের ঈদ মাঠ সাজানো নিয়ে টাকা আদায়কে কেন্দ্র করে রাজীব ও সাগর নামে দুই যুবকের সঙ্গে সোহেলের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রোববার সন্ধ্যায় সোহেলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে সাগর ও তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি