বরগুনায় ‘রিফাত শরীফ’ হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, বরিশাল রেঞ্জের ডিআইজি ‘শফিকুল ইসলাম’।
বুধবার সকালে ‘রিফাত’ হত্যা মামলার দুই নম্বর আসামি ‘রিফাত ফরাজী’কে গ্রেফতারের পর বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডিআইজি বলেন, এখন পর্যন্ত রিফাত হত্যা মামলায় এজাহারভুক্ত ১২ আসামির ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান আসামি ‘নয়ন বন্ড’ গতকাল বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত আসামির বাইরেও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি