‘প্রতিদিন এক গ্লাস দুধ খান, সুস্থ্য থাকুন’- প্রতিপাদ্যে ‘বিশ্ব দুগ্ধ দিবস’ উপলক্ষ্যে মানিকগঞ্জে স্কুলের শিক্ষার্থীদের দুধ পান করানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশ প্রাণি সম্পদ অধিফতরের পরিচালক ডা. শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস ও পাণি সম্পদ মন্ত্রণালয়েল অতিরিক্ত সচিব ড. কাজী ওয়াছি উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবি সালেহা ইসলামসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি