রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে মারার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর মতিহার থানায় নিহতের ভাই মো. বেহেস্তী এই মামলা দায়ের করেন।
এতে অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের স্টোর কিপার পদে কর্মরত ছিল। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবিলী অফিসার্স কোয়াটার্স থেকে তার ব্যবহৃত স্কুটি নিয়ে ঔষধ নেওয়ার জন্য মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারস্থ ফার্মেসীতে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিগণ নগরীর মতিহার থানাধীন অজ্ঞাত স্থানে উপর্যুপরি প্রহার করে।
২০১৪ সালে সন্ত্রাসীরা নিয়েছিল ডান পা, এবার পিটুনিতে গেল জীবন২০১৪ সালে সন্ত্রাসীরা নিয়েছিল ডান পা, এবার পিটুনিতে গেল জীবন
পরে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে মতিহার এবং পরে বোয়ালিয়া থানায় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য নিয়ে যায়। এসময় মাসুদের শরীরের অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এটি মতিহার থানায় রেকর্ড করা হয়েছে। এখন তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত ২০১৪ সালে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ সন্ত্রাসী হামলায় ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর গত ৭ সেপ্টেম্বর শনিবার রাতের গণপিটুনিতে মৃত্যু হয় মাসুদের। গত ৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবাও হয়েছিলেন মাসুদ।