গাজীপুরে জয়দেবপুরে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপি নেতা সাগর-সৌরভ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ সময় ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শহরে কালীমন্দিরের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার শহরে কালীমন্দিরের সামনে বিএনপি নেতা সাগর-সৌরভ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আহত আরেকজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন বলে জানায় পুলিশ।