নাটোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি মানিক ওরফে সুমন নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যা ও গাড়ি ছিনতাই মামলার আসামী মানিককে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে থানায় নিয়ে যাবার পথে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালানোর চেষ্টাকালে মানিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টির অধিক মামলা রয়েছে। তার অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি