নুসরাত হত্যার ঘটনায় আইনি পদক্ষেপ নিতে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এনামুল করিমের নিষ্ক্রিয়তার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এ ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে গভর্নিং বডির চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চাওয়া হয় রুলে। রুলের জবাব দিতে জনপ্রশাসন, শিক্ষা ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সোনাগাজী থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি