ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘মালিক-শ্রমিক ঐক্য পরিষদে’র ডাকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ সহ ষাটটি রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেছে যাত্রীরা। এদিকে সকাল থেকেই পরিবহন সংগঠনের নেতারা মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভাসহ পিকেটিং করেছে। তাদের এসব দাবি না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে বলেও জানান সংগঠনের নেতারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি