গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় পিবিআই-এর চার্জশীট প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসীরা।
দুপুরে ডিবি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ১নং রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা। এসময় বক্তব্য রাখেন, আদিবাসী নেতা ডা. ফিলিমন বাস্কে, থোমাস হেব্রম, গনেশ মুরমুসহ অন্যরা।
সমাবেশ থেকে অবিলম্বে চার্জশীটে প্রধান আসামিদের নাম অন্তর্ভুক্তকরণ ও চার্জশীটে দেয়া ভুমি অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যদের নাম বাদ দেয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন বক্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি