বরগুনায় ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে এ চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করা হলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় তারা। সকালকে বরগুনা পুলিশ সুপার কার্যলয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গতমাসে সদর উপজেলার কেওরাবুলিয়া এলাকায় এক বাসার জানালা ভেঙে অস্ত্রের মুখে আট লক্ষ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায় এ চক্রটি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি