গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চক্ষু হাসপাতাল এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় একটি শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এক নারীসহ শিশুটির মৃত্যু হয়। বাকিরা রংপুর ও বগুড়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি