রংপুরে স্কুলছাত্র রশিদ হত্যা মামলার প্রধান আসামি মোজাফফরকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে নগরীর টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নিহত রশিদের পরিবারের কাছ থেকে চাঁদা না পেয়ে গত ২৯ আগস্ট রশিদেক পিটিয়ে নগরীর আর কে রোডে চলন্তবাস থেকে ছুড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রশিদের বাবা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি