নওগাঁর পত্নীতলায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মেহেদী হাসান নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে পত্নীতলা উপজেলার লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে গুলিবিদ্ধ হয় মেহেদী। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছোড়া, একটি চাপাতি, ১০০ বোতল ফেনসিডিলসহ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক সম্পর্কিত অন্তত ১৭টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি