গ্র্যাজুয়েটদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতির বৃহত্তর কল্যাণে নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, গ্র্যাজুয়েটরা দেশের মানবসম্পদ। জাতির অনেক প্রত্যাশা তাদের কাছে। সেই প্রত্যাশা পূরণেই অর্জিত জ্ঞান, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। দেশকে সুন্দর, সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এ সময় রাষ্ট্রপতি দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে গ্র্যাজুয়েটদের মাঠে নামারও আহ্বান জানান।
সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।