পাবনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিন শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
ভোরে সদর উপজেলার রাজাপুর ক্যালিকো মিল এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য।
তার বিরুদ্ধে সদর থানায় হত্যা ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির জানান, একদল ডাকাত রাজাপুর এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোঁড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক সময় ডাকাত দল পিছু হটলে, ঘটনাস্থল থেকে আমিন শেখকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি