পদবি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে দেশব্যাপী দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি।
আজ (মঙ্গলবার) সকালে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অফিসের সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বার বার আশ্বাসের পরও তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ হচ্ছে না।
দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, বরগুনায় এ কর্মসূচীর অংশ হিসেবে একটি মিছিল বের করে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, জেলা শাখার নেতারা। এছাড়া, শেরপুরেও একই দাবিতে কর্মবিরতি পালন করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি