গাজীপুরে চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার চার আসামির ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (মঙ্গলবার) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।
এর আগে পাঁচ দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করে আসামিদের আদালতে তোলা হয়। বিজ্ঞ আদালত বাদি ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে রিমাণ্ড শুনানির শেষে শরীফ হোসেন, ইমরান হাসান সুজন ও শরিফ মোল্লার ৩ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।
এ মামলার অপর আসামি আহসান ওরফে হাসান, কিশোর হওয়ায় তার রিমাণ্ড আবেদনের বিষয়ে শুনানি হয় কিশোর আদালতে। গত শুক্রবার রাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে তাদের গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে র্যাব।
নিউজ ডেস্ক/বিজয় টিভি