ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস চাপায় অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন।
আজ (বুধবার) দুপুরে উপজেলার কলতাপাড়া গাজীপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক ব্যক্তি প্রাণ হারান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত অন্য ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি