ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা মামলায় চাচা নূরে আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আজ (বুধবার) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইয়ের ছেলে মঈন উদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করে নূরে আলম।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক এ রায় দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি