ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বালুভর্তি ড্রামট্রাক চাপায় আনোয়ার হোসেন ও অজ্ঞাতনামা এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সকালে বালুভর্তি একটি ড্রামট্রাক ভালুকা বাসস্ট্যান্ডের এলাকায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রিকশা ও এক পথচারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাত রিকশাচালক এবং পথচারী আনোয়ার হোসেন নিহত হয়। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি