ফেনী ও মুন্সীগঞ্জে বিদেশ ফেরতসহ ১৬২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ায় এদের নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। পাশাপাশি, প্রতি জেলাতেই রয়েছে কোয়ারেন্টিন ও আইসোলেশন ইউনিট।
আজ (সোমবার) দুপুরে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, বিদেশ থেকে আসা ২২ জন ও তাদের পরিবারের ৯৪ জনসহ মোট ১১৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কোয়ারেন্টিনে থাকা এসব ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা। এছাড়া জেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মেম্বারদেরও দায়িত্ব দেয়া হয়েছে তাদের দেখাশোনার জন্য।
এদিকে, মুন্সীগঞ্জে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪৬ জন বিদেশ ফেরত ব্যক্তি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি