মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন বলেই বাংলাদেশের জনগণ শান্তিতে আছেন বলে মন্তব্য করেছেন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ (শুক্রবার) সকালে, দিনাজপুর জেলার বোচাগঞ্জে মৌসুমী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুভূতির নাম মন্তব্য করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হৃদয় দিয়ে দেশের মানুষকে অনুভব করেন। বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের মানুষ এমন আপন নেতৃত্ব আর পায়নি। তিনি বাংলাদেশকে পুনরায় বিশ্ব আসনে সমাদৃত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আব্দুস সবুরসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি