কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে কাজ করার সময় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের গর্তে পড়ে সুজন ও আল আমিন নামে দু’জনের মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে গংগারহাট এলাকার আব্দুল আউয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। এ সময় শ্রমিক আল আমিন ট্যাংকের গর্তে নামেন।
বেশ কিছুক্ষণ তার সাড়া না পাওয়ায় ওই এলাকার সুজন নামে এক যুবক তাকে উদ্ধার করতে নামেন। বেশ কিছুক্ষণ তারা দুজন উঠে না এলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের উদ্ধারকারীকারী দল এসে তাদের দুজনকে উদ্ধার করে। পরে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি