চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র দুর্জয় দাশের আত্মহননের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
সকালে মানববন্ধনে নিহতের পরিবারের লোকজন, তার সহপাঠী ও স্থানীয়রা অংশ নেন। তারা বলেন, জেএসসি পরীক্ষার নিবন্ধনের জন্য একাধিকবার বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে গিয়েও জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে পারেনি দুর্জয়।
তাকে প্রতিষ্ঠানের কেউ এ ব্যাপারে সাহায্য না করায় গত সোমবার সে আত্মহত্যা করে বলে অভিযোগ করেন তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি