আনোয়ারার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের ভাঙা বেড়িবাঁধের অংশ দিয়ে প্রতিদিন জোয়ারের পানি প্রবেশ করছে। এতে ওই এলাকার প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, বার আউলিয়া এলাকার ১ হাজার ৩১০ মিটার অংশে সিসি ব্লকসহ স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই বছর আগে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওই এলাকায় কিছু ব্লক ডাম্পিং করলেও বাঁধ নির্মাণ শেষ হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, নতুন দরপত্র আহ্বান করে বেড়িবাঁধটি পুনঃনির্মাণ করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি