অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মা নদীর পর এবার মাদারীপুরের শিবচরে আড়িয়াল খা নদেও ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
এতে ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে একাধিক স্কুল ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এদিকে, চরাঞ্চলের ৪ ইউনিয়নের কয়েক হাজার পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সাংসদের নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া, দুর্গতদের মাঝে ত্রাণ ও খাবার সহায়তা দেয়া হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি